Facebook Marketing A to Z Live Class Bangla Tutorial 2021।। Freelancing, Outsourcing,
facebook marketing January 8th. 2022, 4:25pmFacebook Marketing A to Z Live Class Bangla Tutorial 2021।। Freelancing, Outsourcing,
#facebookmarketing #facebookpromotion #freelancing
Freelancing ক্যারিয়ারে সফল হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে A to Z Help & Support দেওয়া হয়।
বাংলাদেশের সবচেয়ে কম খরচে Freelancing শিখুন, ঘরে বসে আয় করুন।
আসসালামু আলাইকুম
আমি আবু তালহা। একজন প্রফেশনাল Freelancer এবং Freelancing ট্রেইনার। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে Fiverr মার্কেটপ্লেসে দীর্ঘদিন যাবত কাজ করে আসছি। Freelancing এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শেখায়। আমার Freelancing অভিজ্ঞতার আলোকে কাজগুলো সহজভাবে শেখানোর চেষ্টা করি এবং কিভাবে দ্রুত আয় করা যায় সে ব্যাপারেও সহোযোগিতা করে থাকি।
কাজ শেখা থেকে শুরু করে, কাজ পাওয়া,কাজ করে জমা দেওয়া এবং টাকা হাতে পাওয়া পর্যন্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান এবং Freelancing ক্যারিয়ারে সফল হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে A to Z Help & Support দেওয়া হয়। এমনকি বায়ারের সাথে ইন্টারভিউ করতেও সকল প্রকার Support দেওয়া হয়।
Course এ যা যা পাবেনঃ
১. ডিজিটাল মার্কেটিং বিষয়ে চাহিদা সম্পন্ন ৭ টি কাজ শিখানো হয়।
২. প্রতিটি কাজ খুব সহজভাবে এবং খুটিনাটি বিষয়সহ শেখানো হয়।
৩. একেবারে ০ (শূন্য) থেকে Advanced Level পর্যন্ত শেখানো হয়।
৪. কোর্সটি সম্পুর্ন নতুনদের জন্য সহজভাবে কাজ শেখানোর উদ্দেশ্যে তৈরী হয়েছে।
৫. মাসে ৩০ হাজার টাকার বেশি ইনকামের উদ্দেশ্যে কোর্সটি সাজানো হয়েছে।
৬. প্রতিদিন ২ ঘন্টা বা তার বেশি সময় অনুশীলন করলেই যথেষ্ট। তবে মনে রাখবেন, যত বেশি টাইম দিবেন, তত বেশি এগিয়ে যাবেন।
৭. কোর্সটি ৪ মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আশা করি তার আগেই আপনার ইনকাম শুরু হবে।
৮. সপ্তাহে ৩ দিন ক্লাস। শনি, সোম, বুধ, রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত। সপ্তাহে ৭ দিন যেকোনো সমস্যার Anytime help & Live Support দেওয়া হয়।
৯. প্রতিটি স্টুডেন্টকে সঠিক গাইডলাইনের দ্বারা Live Support এর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ শেখানো হয়।
১০. কাজের জন্য প্রয়োজনীয় সকল Software বিনামূল্যে সরবরাহ করা হয়।
কোর্স ফি কত? কত মাসের কোর্স?
৪ মাসের কোর্সে আপনাকে দিতে হবে মাত্র ৬,০০০ টাকা। আপনি প্রথম মাসে ১৫০০ টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এরপর প্রতি মাসে ১৫০০ টাকা করে ৪ মাসে ৬০০০ টাকা পরিশোধ করতে হবে। কোর্স শেষ হওয়ার আগেই আপনার ইনকাম শুরু হবে এটা নিশ্চিত। তাই যারা সিরিয়াসলি ইনকাম করতে চান ,দ্রুত নিচের ফেসবুক প্রফাইলে যোগাযোগ করুন।
(ভবিষ্যতে কোর্স ফি পরিবর্তনযোগ্য )
বাংলাদেশে এর চেয়ে কম খরচে কেউ Freelancing শেখায় বলে আমার জানা নেই।
*****নতুনরা যেভাবে ভর্তি হবেন ******
অবশ্যই যাদের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, তারাই কোর্সে ভর্তি হবেন। মোবাইল দিয়ে Freelancing এর কাজ করা যাবেনা। যারা Monthly Pay করতে পারবেন, Freelancing করে ইনকাম করার জন্য Serious, শুধুমাত্র তারাই মেসেজ করবেন। Freelancing ফ্রি শেখানো হয়না।
নিচে ফেইসবুক প্রোফাইলের লিংক দিয়েছি। লিংকে ক্লিক করে সরাসরি ফেইসবুকে মেসেজ করুন ” ভর্তি হতে চাই” লিখে। দয়া করে hi,hello, bro, vaiya, kmn acen, etc এগুলো লিখে মেসেজ করবেননা। রিপ্লাই পাবেননা। মেজেস করার পর অবশ্যই দ্রুত আপনাকে রিপ্লাই করবো। আপনার ইমেইলটি আমাকে মেসেঞ্জারে দিবেন। আপনাকে বিকাশ নাম্বার দেওয়া হবে। টাকা বিকাশ করলেই আপনাকে স্টুডেন্টদের তালিকাভুক্ত করা হবে। ক্লাসের আগেই আপনার ইমেইলে অথবা মেসেঞ্জারে ক্লাস লিংক পাঠানো হবে। ঐ লিংক দিয়েই আপনি সরাসরি প্রতিটা ক্লাসে জয়েন করতে পারবেন।
আমার ফেইসবুক প্রোফাইল লিংকঃ
https://www.facebook.com/profile.php?id=100043729432716
Freelancing শিখতে আমাদের Facebook Group এ জয়েন করুন :
https://www.facebook.com/groups/freelancingsuccessguideline
দেখুন কিভাবে ৬০০ ডলারের কাজ পেলামঃ
দেখুন কিভাবে ৬০ ডলারের কাজ পেলেনঃ https://www.youtube.com/watch?v=WDealBz6pv0&t=12s
দেখুন কিভাবে ৪০ ডলারের কাজ পেলেনঃ https://www.youtube.com/watch?v=KNHz6TPZ0_Q&t=44s
দেখুন কিভাবে ভর্তির ৩৩ তম দিনে ৫০ ডলারের কাজ পেলেন: https://www.youtube.com/watch?v=X2c_lgxyKv8&t=107s
দেখুন কিভাবে ভর্তির ৪২ তম দিনে কাজ পেলেন: https://www.youtube.com/watch?v=s8216gfpYZQ
ফ্রীল্যান্সিং ইনকাম ৫৩ ডলার ব্যাংকে ট্র্যান্সফারঃ https://www.youtube.com/watch?v=Qsn_AS-T83Y
প্রথম ইনকাম ৫০ ডলার ব্যাংকে ট্র্যান্সফারঃ https://www.youtube.com/watch?v=ljDFsC_IQ_I&t=37s
**************************Learn Freelancing, Earn Money******************
Video Rating: / 5

Compensation Disclosure
-
This site receives compensation for referred sales of some or all mentioned products.